বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৮:৫১
-68b050ca1d7d7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর শাহবাগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে এক সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘জুলাই আন্দোলনের এক বছর পরও আমাদের ‘পুলিশি রাষ্ট্র’ নিয়ে কথা বলতে হয়। ছাত্র জনতা রক্ত দিয়ে জুলাই-আগস্টে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু শিক্ষার্থীদের রক্তের ওপর বর্তমান সরকার দাঁড়িয়ে আছে। শুধু বুয়েটের শিক্ষার্থী নয়, প্রতিটি আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক আচরণের আমরা প্রতিবাদ জানাচ্ছি। জাতীয় আন্দোলনের প্রয়োজনে সবার আগে নামেন শিক্ষার্থীরা, কিন্তু পরবর্তীতে তাদের দাবি মেনে নেওয়া হয় না।’
ডিবেটিং সোসাইটির সভাপতি মাইন আল মুবাশ্বির বলেন, ‘আমরা রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু রাষ্ট্র সংস্কার হচ্ছে না। শিক্ষার্থীরা যেকোনো আন্দোলনে নামলেই তাদের রক্ত ঝরানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ’
শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ. কে. এম. রাকিব বলেন, ‘বুয়েটের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা জুলাই আন্দোলনের রক্তের ওপর বর্তমান সরকার দাঁড়িয়ে আছে। সরকারের প্রধান দায়িত্ব ছিল শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধান করা, কিন্তু আগের সেই রবোটিক সিস্টেমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে। শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে শিক্ষাকে সংস্কার করার জন্য কোনো কমিশন গঠিত হয়নি।’
শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর আর শিক্ষার্থীদের রক্ত ঝরবে না। কিন্তু যেকোনো আন্দোলনে শিক্ষার্থীদের রক্ত না ঝরলে ঘুম ভাঙে না। পুলিশ হাসিনার পেটুয়া বাহিনী গত ৫ আগস্ট হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বুয়েটের মতো দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের ওপর এসব হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই।’
জেএন/এএ