জবিতে দুই শিক্ষককে মারধরের ঘটনায় শাস্তি প্রত্যাহার

জবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:২৩
-68b0584d8f8e7.jpg)
ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের তিন নেতার ওপর হামলার ঘটনায় শাস্তিপ্রাপ্তদের বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও শহীদ সাজিদ ভবনের নিচ তলায় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীদের আবেদন, অভিযোগকারী শিক্ষকদ্বয়ের সুপারিশ এবং কমিটির প্রস্তাব অনুযায়ী শাস্তি প্রত্যাহার করা হলো।
ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা পাওয়া দুইজন হলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, রসায়ন বিভাগের ২০১২–১৩ শিক্ষাবর্ষের মো. মাহমুদুল এবং একই শিক্ষাবর্ষের দর্শন বিভাগের হাসান মো. জাহিদুল হাসান।
শাস্তিমুক্ত হওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন সাময়িক বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী—বাংলা বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ইমরান হাসান ইমান, সমাজকর্ম বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের আবু হেনা মুরসালিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন হোসেন সাইফ।
উল্লেখ্য, গত ১০ জুলাই শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদেরও গালিগালাজ ও হামলা করা হয়।
একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম আহ্বায়ক ফারুকের উপরও হামলা চালানো হয়।
এ ঘটনায় গত ১৪ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে সাময়িক বহিষ্কার এবং দুইজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল।
জেএন/এএ