Logo

ক্যাম্পাস

ডাকসু নিয়ে টকশোতে প্রশ্নকর্তা শিক্ষার্থীকে ‘শিবির ট্যাগ’

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৩৩

ডাকসু নিয়ে টকশোতে প্রশ্নকর্তা শিক্ষার্থীকে ‘শিবির ট্যাগ’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে এক টেলিভিশন টকশোতে প্রশ্নকর্তা শিক্ষার্থীকে ‘শিবির ট্যাগ’ দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। তবে একই ঘটনায় প্রতিবাদ করে শিক্ষার্থীদের প্রশংসা কুড়িয়েছেন স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত যমুনা টেলিভিশনের একটি টকশোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

ভিডিওতে দেখা যায়, প্রশ্নোত্তর পর্বে দর্শক সারির মাসুম নামের এক শিক্ষার্থী মায়েদকে প্রশ্ন করেন, ‘ডাকসু প্রতিবছর হওয়া আমাদের মৌলিক অধিকার। অথচ আপনারা ৯০-এর ডাকসুকে সুশাসনের ডাকাতের কবলে অভিহিত করতেন। ৯০ পরবর্তী সময়ে আপনারাই দীর্ঘ ২৮ বছর ডাকসু নির্বাচন বন্ধ রেখেছিলেন। এবারও জয়ী হলে কি একই অবস্থা চলবে? গণরুম ও গেস্টরুম প্রথা আবার চালু করবেন কি না?’

এ প্রশ্নের জবাবে মায়েদ বলেন, ‘আপনি যদি সাধারণ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। তবে আমার ধারণা, আপনি শিবির কর্মী। আর সেই কারণেই শিবিরের ন্যারেটিভ ব্যবহার করেছেন।’

এমন মন্তব্যের পর উপস্থিত শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। বিশেষত স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করে বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল আজ বিশ্ববিদ্যালয়ে অফিশিয়ালি ট্যাগিং কালচারের সূচনা করেছে। আপনারা যদি নির্বাচিত হয়ে যান, মতবিরোধ হলেই এভাবে ট্যাগিং করবেন? এ ধরণের ফ্যাসিবাদী চরিত্র আমরা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে দেব না।’

হাসিবুল ইসলামের এ সরব অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলে। অনেক শিক্ষার্থী তার স্পষ্টভাষী প্রতিবাদকে সাহসী উদ্যোগ হিসেবে আখ্যা দেন। 

অন্যদিকে, টকশোতে উপস্থিত স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমিদ আল মুদাসসির বলেন, ‘মায়েদ যখন ট্যাগিং করে তখন আমি কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আমার মাইক অফ ছিল। হাসিব পাশে থাকায় ক্যামেরা ফোকাসেও ছিল, সরাসরি প্রতিবাদ করতে পেরেছে। হ্যাটস অফ টু হিম। আমি সবসময় ট্যাগিং কালচারের বিপক্ষে।’

টকশোর এ ঘটনাকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনকে ঘিরে ‘ট্যাগিং কালচার’ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

এমএমআই/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর