চবি’তে নারীদের ‘মাসিক স্বাস্থ্য ও সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৯:১৬

ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক্সিলেন্স বাংলাদেশ ও ফ্রেশ অনন্যার যৌথ উদ্যোগে নারীদের ‘মাসিক স্বাস্থ্য ও সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক নারী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) চবি’র শহীদ হৃদয় চন্দ্র তারুয়া ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় এ সেমিনার।
প্রধান অতিথির বক্তব্যে চবি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইয়াহিয়া খান বলেন, ‘আমাদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি এক্সিলেন্স বাংলাদেশ ও ফ্রেশ অনন্যাকে ধন্যবাদ জানাই এ ধরনের কার্যক্রম আয়োজনের জন্য এবং স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। ভবিষ্যতে আমরা এ ধরণের কাজ আরো করবো।’
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান তার বক্তব্যে বলেন, ‘নারীদের পিরিয়ড (মাসিক) নিয়ে সমাজে যে কুসংস্কার আছে, তা ভাঙতে হবে। মেয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সাহসের সাথে এ বিষয়ে কথা বলতে হবে।’
সেমিনারে উপস্থিত ফ্রেশ অনন্যার ব্র্যান্ড হাইজিন পোর্টফোলিও এক্সিকিউটিভ জোশুয়া কোয়াইহ বলেন, ‘মেয়েরা শুধু নিজেরাই সচেতন হলে চলবে না, পরিবার ও সমাজকেও এই বিষয়ে দায়িত্বশীল হতে হবে। ফ্রেশ অনন্যা এই সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।’
এসময় সেমিনারের সঞ্চালক এবং এক্সিলেন্স বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিমের সেক্রেটারি সানু আক্তার নদী বলেন ‘স্যানিটারি ন্যাপকিন মেয়েদের একটি বেসিক চাহিদা। এর অভাবে অনেক শিক্ষার্থী ক্লাস মিস করতে বাধ্য হয়, যা তাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। আমাদের প্রত্যাশা প্রতিটি হল, ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্টে ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে এবং ক্যাম্পাস শতভাগ নারী বান্ধব পরিবেশে গড়ে উঠবে।’
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তাজকিতুল ইসলাম মহুয়া মাসিককালীন স্বাস্থ্যবিধি, প্রি-মেনস্ট্রুয়াল সিনড্রোম (PMS) এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) এর- লক্ষণ, কারণ এবং চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
এছাড়া এক্সিলেন্স বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিমের ক্যাম্পাস এম্বাসেডর সোহানুর রহমান সংগঠনের কার্যক্রম তুলে ধরে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনার শেষে চবি উপাচার্য সমাজবিজ্ঞান অনুষদে (ড. মোহাম্মদ ইউনুস ভবন) ১টি ও বিজ্ঞান অনুষদে ১ টি ফ্রেশ অনন্যা প্রদত্ত স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন ঘোষণা করেন।
আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াবে এবং একটি সহায়ক ও সুস্থ নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সহায়তা করবে।
/এএ