Logo

ক্যাম্পাস

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ইবি

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:০৫

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ইবি

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগের সহযোগী দল ‘জাতীয় পার্টি’-কে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১ টায় জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এসময় তাদেরকে- ‘আমাদের সংগ্রাম চলছে চলবে’, ‘জুলাই যোদ্ধাদের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘আমার ভাই আহত কেন ইন্টিরিম জবাব চাই ’, ‘আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে’, ‘ভারতীয় ষড়যন্ত্র রুখে দাও দিতে হবে’, ‘কণ্ঠে আবার লাগা জোর ফ্যাসিবাদের কবর খোঁড়’, ‘৫ আগস্টের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার ’ স্লোগান দিতে দেখা যায়। 

সমাবেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যখন নির্বাচনের আমেজ চলে এসেছে তখনি আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জুলাই যোদ্ধা নুরের ওপর আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী সংগঠন জাতীয় পার্টি হামলা করেছে। যাদের প্রত্যক্ষ সহযোগিতায় আওয়ামী সরকার ফ্যাসিবাদ কায়েম করেছিলো তারাই আজ নুরের উপর হামলা করেছে। আমরা কখনো ভারতীয় আধিপত্য মেনে নেব না। অতি দ্রুত দলটিকে নিষিদ্ধ করতে হবে। 

তারা দাবি জানান, আওয়ামী সরকারের তিনটি অবৈধ নির্বাচনে বৈধতা দেয়া জাপাকে অন্তত আগামী ৩ নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ইন্টেরিম সরকার যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে তাহলে আগামীকালই ‘আসসালামু আলাইকুম’ বলে দেশত্যাগ করুন।

শাহরীয়ার স্বাধীন/আইএইচ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর