বর্ণাঢ্য আয়োজনে জবির লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উদযাপন

জবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৬:২২

ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের এক যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ‘যুগপূর্তি উৎসব ও মিলনমেলা ২০২৫’ উদযাপন করেছে বিভাগটি।
শনিবার (৩০ আগস্ট) এক যুগ পূর্ণ হওয়ায় বিভাগটির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উৎসব ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে আনন্দ র্যালি, আলোচনা সভা, স্মরণিকা মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘আমি যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছি, সেই প্রতিষ্ঠান আমাকে একটি পরিচয় দিয়েছে, যার ভিত্তিতেই আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। তেমনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও তোমাদের একটি পরিচয় দিয়েছে, যাকে ধারণ করে তোমরা ভবিষ্যতে পেশাগত জীবনসহ সামগ্রিক জীবনের পথচলা নির্ধারণ করবে।’
তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তর বাস্তবতার বাইরে নয়। আমাদের সমস্যাগুলোর সংখ্যা হয়তো তুলনামূলকভাবে বেশি, তবে এসব সমস্যার সমাধানে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট এবং নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের ক্যাম্পাসের অনেক সমস্যা রয়েছে। আমি বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাবে এবং এটা ফিল করবে যে আমার প্রতিষ্ঠানের জন্য কিছু করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘লোকপ্রশাসন বিভাগের কার্যক্রম ২০১৩ সালে যখন শুরু হয় তখন থেকেই আমি এই বিভাগের সাথে সম্পৃক্ত আছি। বিভাগের কারিকুলাম প্রণয়নের সাথে আমি যুক্ত ছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু আশা করি। এখান থেকে যারা বেরিয়ে গেছে তারা এখন অনেক ভালো ভালো জায়গায় আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা, সব সমস্যার সমাধান আমাদের হাতে নেই। কিন্তু আমরা অনেক সমস্যা সমাধান করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের অনেক উদ্যোগ চলমান। উদ্যোগ গুলো এমন না যে খুব দ্রুত সমাধান করা যায়। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আছমা বিনতে ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা। স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন কমিটির আহ্বায়ক রিফাত ফারহানা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহ্ফুজ ও সুবাহ্ সামারা।
যুগপূর্তি অনুষ্ঠানে দুপুরের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যার পর কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে সংগীত পরিবেশন করতে আসবেন জনপ্রিয় মিউজিক ব্যান্ড ‘সহজিয়া’। অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জেএন/এএ