Logo

ক্যাম্পাস

পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৮:৪০

পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি), ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর যৌথ উদ্যোগে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা’ শীর্ষক অ্যাকাডেমিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে এ কর্মশালা হয়।

আইআইইডি’র পরিচালক অধ্যাপক ড. আমিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন বিআইএম-এর পিজিডি ডিরেক্টর অপারেশনস্ এসএম আরিফুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, পাবনার শিল্পপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা আইআইইডি’র স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স নিয়ে মতামত প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ‘উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরি আজকের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তরুণদের উদ্ভাবনী চিন্তা সমাজকে বদলে দিতে পারে। একাডেমি ও শিল্পের মধ্যে জ্ঞান বিনিময় বাড়াতে হবে। এই ইনস্টিটিউট তরুণদের উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে এবং দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নেবে।’

বিআইএম-এর ডিরেক্টর অপারেশনস্ এসএম আরিফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মধ্যে সংযোগ স্থাপন জরুরি। যৌথভাবে কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। উদ্যোক্তা তৈরিতে যুগোপযোগী কোর্স চালু করতে হবে।’

উল্লেখ্য, চলতি বছর পাবিপ্রবিতে ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি) চালু হয়। এ কর্মশালার মাধ্যমে ইনস্টিটিউটের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

আল মামুন/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাবনা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর