Logo

ক্যাম্পাস

কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে বাকৃবি উপাচার্যসহ শিক্ষক অবরুদ্ধ

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:১১

কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে বাকৃবি উপাচার্যসহ শিক্ষক অবরুদ্ধ

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের দাবি নিয়ে বিক্ষোভ করেছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্যসহ উপস্থিত সকল শিক্ষকের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এর আগে, সকাল ১১টায় কম্বাইন্ড ডিগ্রি ইস্যু সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুই অনুষদের শিক্ষার্থীরা মিলনায়তনের আশেপাশে জড়ো হন। শিক্ষার্থীদের একটাই দাবি ছিল—‘এক পেশায় এক ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি’।

দুপুর দেড়টার দিকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মিলনায়তনে উপস্থিত সকল শিক্ষককে অবরুদ্ধ করে তালা লাগান।

উল্লেখ্য, একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কম্বাইন্ড ডিগ্রির পাশাপাশি বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনও থাকবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এই তিন ডিগ্রি মেনে নেননি এবং তাদের দাবি ছিল এক পেশায় এক ডিগ্রি।

জয় মন্ডল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর