Logo

ক্যাম্পাস

বেরোবিতে প্রভোস্ট ছাড়া হল, এবার খাবারে মিলল বড় আকৃতির পোকা

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:২৫

বেরোবিতে প্রভোস্ট ছাড়া হল, এবার খাবারে মিলল বড় আকৃতির পোকা

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ে খাবারে বড় আকৃতির পোকা পাওয়া গেছে। এ ঘটনার তথ্য জানিয়েছে এক আবাসিক শিক্ষার্থী।

রোববার (৩১ আগস্ট) দুপুরের খাবারে পোকা পাওয়া যায়। খাবারে পোকা পাওয়া আবাসিক শিক্ষার্থী রাশেদ হোসেন বলেন, ‘খাবার নিয়ে যখন খেতে বসি, তখনই দেখি বড় একটি পোকা, দেখতে কেঁচোর মত। এরপর আর খাইনি। এসব দেখার পর খেতে মন যায় না।’

তিনি আরও বলেন, ‘সব খাবার ফেলে দিয়ে রুমমেট থেকে খাবার নিয়েছি।’

আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গত এক মাস ধরে হলে প্রভোস্ট নেই। প্রভোস্ট ছাড়া হলে প্রশাসনিক তদারকি নেই, যা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

ক্ষোভ প্রকাশ করে হলের অন্য এক শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, ‘আজ দেখলাম ডাইনিংয়ের খাবারে ২-৩ ইঞ্চির মতো একটি কেঁচো। প্রায়ই শিক্ষার্থীরা খাবারের মান নিয়ে অভিযোগ জানায়। তবে স্থায়ী কোনো সমাধান আমরা দেখি না। হলের রিডিং রুম, ছোট গেস্টরুম এবং ওয়াইফাই সমস্যা নিয়ে প্রশাসনের কোনো নজর নেই। প্রভোস্ট না থাকায় আমরা নানা সমস্যার মধ্য দিয়ে চলছি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

এ বিষয়ে ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা কাউসার আহমেদ বলেন, ‘শাকে এত বড় পোকা পাওয়া অসম্ভব। শাক ধোয়া হয় এবং হাত দিয়ে ভাগ করা হয়। এটি পরিকল্পিত কিনা সেটিও খতিয়ে দেখা হবে।’

হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে ফোন করলে তিনি ফোন রিসিভ করে কথা না বলে ফোন কেটে দেন।

গাজী আজম হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর