চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২১:৫৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘চবিতে হামলা কেন– ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাই আহত কেন– ইন্টেরিম জবাব দে’, ‘পারলে আমাদের নিরাপত্তা দে– নইলে গদি ছাইড়া দে’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত’ ইত্যাদি।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থী মোজাহিদ হোসেন বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পরও একই কায়দায় শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার পরও ইন্টেরিম কোনো পদক্ষেপ নেয়নি। তাদের বারবার ব্যর্থতা প্রমাণ করছে। অবিলম্বে পদত্যাগ করে নির্বাচিত সরকার গঠন করা উচিত।’
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তুষার মাহমুদ বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্ট যদি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে অনতিবিলম্বে পদত্যাগ করে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে। বাংলাদেশের জনগণ জুলাই আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন করেছে, আপনারা তার ম্যান্ডেট ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন। ১৬ বছরের স্বৈরাচার শাসনের পুনরাবৃত্তি ঘটছে।’
আল মামুন/এইচকে


