বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তাদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পর উদ্ভূত পরিস্থিতির কারণে রাত সাড়ে ৯টায় জরুরি সিন্ডিকেট সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখার জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কোনমতেই বিশ্ববিদ্যালয় খোলা রাখা ঠিক হবে না। সিন্ডিকেট সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকৃবি প্রশাসন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে।
জয় মন্ডল/এমবি