Logo

ক্যাম্পাস

চবি-বাকৃবিতে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০

চবি-বাকৃবিতে হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (৩১ আগস্ট) রাত ৯টায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলে ‘ছাত্রদের ওপর হামলা কেন? ইন্টারিম জবাব দাও’, ‘ফ্যাসিবাদের দোসররা, হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন তারা।

এ সময় নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এবং জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা অভিযোগ করেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের দোসররা সারাদেশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসরদের হুশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের কোনো জায়গায় যদি ফ্যাসিস্টের আচড় পড়ে, তাহলে ছাত্রদল জেগে উঠবে। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন, তারা সাবধান হয়ে যান।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা দেখছি কিছু মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। তারা আজ বিভিন্ন স্থানে ছাত্রদের ওপর হামলা করেছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। ইন্টারিম সরকার ষড়যন্ত্র রুখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। একটি নির্বাচিত সরকারই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সক্ষম।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর