Logo

ক্যাম্পাস

বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯

বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে এসে জড়ো হন। এ সময় তারা 'রাজপথ ছাড়ি নাই', 'রাজপথ ছাড়বো না', 'প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে' সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের কিছু নারী শিক্ষার্থী হল ত্যাগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘কিছু হলেই হল ছাড়ার নির্দেশ দেয়া হচ্ছে। এই হল-বিশ্ববিদ্যালয় কি তাদের পৈতৃক সম্পত্তি? শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের হামলার বিচার না করে আবার হল ছাড়ার ফন্দি করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভয়-ভীতি দেখিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। যতক্ষণ না দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের আন্দোলন চলবে।’

জয় মন্ডল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় বিক্ষোভ বাকৃবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর