Logo

ক্যাম্পাস

৫ মাসেও নোবিপ্রবির সব বিভাগে চালু হয়নি কোডিং পদ্ধতি

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৩

৫ মাসেও নোবিপ্রবির সব বিভাগে চালু হয়নি কোডিং পদ্ধতি

ছবি : সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরীক্ষায় ‘কোডিং পদ্ধতি’র পরীক্ষামূলক প্রয়োগে শতভাগ সফলতা পাওয়ার ৫ মাস পেরিয়ে গেলেও এখনো সব বিভাগে এই পদ্ধতি চালু হয়নি।


গত ১৩ মার্চ উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ফলাফল প্রকাশের মাধ্যমে কোডিং পদ্ধতির শতভাগ সফলতা প্রদর্শন করা হয়। এতে শিক্ষার্থীদের নাম বা রোল নম্বরের পরিবর্তে কোড ব্যবহার করে পরীক্ষার খাতা মূল্যায়নের উদ্যোগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে প্রশংসা পায়।


বর্তমানে নোবিপ্রবির ৩১টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের মধ্যে মাত্র ২টি বিভাগে এই পদ্ধতি চালু রয়েছে। বাকি বিভাগ ও ইনস্টিটিউটগুলো এখনো এ সুযোগ থেকে বঞ্চিত।


শিক্ষার্থীরা বলছেন, কোডিং পদ্ধতি চালু হলে পরীক্ষায় স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের সুযোগ কমে আসবে, শিক্ষার্থীরা আরও বেশি ন্যায়সংগত মূল্যায়ন পাবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরীক্ষাব্যবস্থায় আস্থা বাড়বে।


এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ‘এই বছর নাগাদ আমরা কোডিং পদ্ধতি চালু করতে পারবো বলে আশা করছি। সফটওয়্যারে কিছু ফল্ট আছে। সেটা ঠিক করতে কাজ চলছে।’


প্রযুক্তিনির্ভর শিক্ষা ও পরীক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ শিক্ষাঙ্গনে ইতিবাচক সাড়া ফেললেও কার্যকর বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা এখনো শেষ হয়নি।


মো. আবদুল্লাহ আল নাঈম/এএ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নোয়াখালী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর