বাকৃবিতে আন্দোলন-অবরোধ তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪
-68b6dae493d44.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একাডেমিক কাউন্সিলের সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বারা মিলনায়তনের সকল গেইট বন্ধ ও উপস্থিত সকলকে প্রায় ৮ ঘন্টা ধরে অবরুদ্ধ রাখা এবং পরবর্তী ভাঙচুর ও ধ্বংসাত্মক ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়ার আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটির সভাপতি হয়েছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, এবং সদস্য সচিব নিয়োগ হয়েছেন সংস্থাপন শাখা-২ এর ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেন। অন্যান্য সদস্যরা হলেন: ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান এবং পূর্ত বিভাগ-১ এর অতিরিক্তি প্রধান প্রকৌশলী প্রকৌ. মুহঃ এনামুল হক।
আদেশনামায় কমিটিকে যথাসম্ভব দ্রুত তদন্ত রিপোর্ট এবং সুপারিশ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ৭ আগস্ট বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা চাকুরি বৃদ্ধির নিশ্চয়তা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে স্মারকলিপি উপাচার্যের কাছে প্রেরণ করেন।
এরপর ১২ আগস্ট গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী ৩১ আগস্ট একাডেমিক কাউন্সিলে ২৫১ জন শিক্ষকের উপস্থিতিতে ৩টি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
জয় মন্ডল/এআরএস