Logo

ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই কর্নার প্রতিষ্ঠার দাবি ইউটিএলএর

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮

বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই কর্নার প্রতিষ্ঠার দাবি ইউটিএলএর

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল, গবেষণার সমান সুযোগ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির নিরাপত্তাসহ আট দফা দাবি উপস্থাপন করেছে শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ ফায়েজের সঙ্গে বৈঠকে এই দাবিগুলো তুলে ধরেন সংগঠনের নেতারা।

অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের নেতৃত্বে এবং সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইনের সমন্বয়ে ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকের শুরুতে ইউটিএল নেতারা সংগঠনের মিশন ও ভিশন উপস্থাপন করেন এবং উচ্চশিক্ষা, শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা ও ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে আট দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য

  • জুলাই অভ্যুত্থানে শিক্ষক-শিক্ষার্থীদের অবদানের ডকুমেন্টেশন এবং সব বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কর্নার’ প্রতিষ্ঠা
  • শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন
  • গবেষণার সমান সুযোগ ও গবেষণা ফান্ডে স্বচ্ছতা
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ
  • সংকটাপন্ন বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষক নিয়োগ অনুমোদন ও অতীতের অনিয়ম তদন্ত
  • শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আবাসন ও পর্যাপ্ত বৃত্তির ব্যবস্থা
  • ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনী (ক্যাম্পাস পুলিশ) নিয়োগ ও জরুরি হটলাইন চালু

ইউজিসি চেয়ারম্যান এস. এম. এ ফায়েজ বলেন, ‘শিক্ষকদের স্বতন্ত্র বেতনস্কেল নিয়ে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই কর্নার প্রতিষ্ঠা করা হবে। অন্যান্য দাবিগুলোও বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি দল জানায়, দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা এগিয়ে যাবে এবং শিক্ষক সমাজ মর্যাদা নিয়ে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত হবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস. মনিরা আহসান, অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসাইন, অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. জহিরুল ইসলাম; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী; বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব রাজ্জাক; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু লায়েক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম।

জেএন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর