দেশে সহিংসতায় সরকারের নীরব ভূমিকার প্রতিবাদে জবি ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

জবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৯

ছবি : বাংলাদেশের খবর
সারাদেশে সহিংসতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। নিরাপত্তার নামে গঠিত যৌথ বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না; বরং ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। তাদের দাবি, সরকার যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
শাখা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন, ‘বাংলাদেশের মানুষ ভালো নেই, চাঁদাবাজি, সন্ত্রাস ও রাহাজানিতে দেশ ভরে গেছে। অথচ যাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে, তারা সাধারণ মানুষের পরিবর্তে নির্যাতন চালাচ্ছে। খুন-খারাপি ঘটলেও তারা নীরব দর্শক হয়ে থাকে। ইন্টারিম সরকার যদি এসব দমন করতে ব্যর্থ হয়, তবে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।’
শাখা ইনকিলাব মঞ্চের সভাপতি নূর মোহাম্মদ বলেন, ‘আমরা শুধু সরকার নয়, রাষ্ট্র সংস্কারের দাবি জানাচ্ছি। যৌথ বাহিনী ৫ আগস্টের পর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বরং তারা গণহত্যা করেছে, মানুষ হত্যা করেছে, যার বিচার হয়নি। যদি এই সহিংসতা ও অরাজকতা চলতেই থাকে, তবে পরবর্তী অভ্যুত্থান ক্যান্টনমেন্ট থেকে হবে। রাষ্ট্র যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তবে ইউনুস সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকার চলে গেলেও শূন্যতা তৈরি হবে না, নতুন নেতৃত্ব আসবেই।’
জেএন/এমএমএইচ