Logo

ক্যাম্পাস

নোবিপ্রবির শিক্ষার্থীরা ৭ মাসেও ক্রীড়া পুরস্কার পাননি

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮

নোবিপ্রবির শিক্ষার্থীরা ৭ মাসেও ক্রীড়া পুরস্কার পাননি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জানুয়ারিতে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীরা সাত মাস পেরিয়ে গেলেও এখনও তাদের পুরস্কার পাননি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের আয়োজনে ওই প্রতিযোগিতায় ভলিবল, ব্যাডমিন্টন এবং বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মোট ১৬৯টি পুরস্কারের জন্য বিজয়ী নির্ধারণ করা হলেও দীর্ঘ সময় ধরে পুরস্কার বিতরণ করা হয়নি।

ব্যাডমিন্টনে বিজয়ী এক শিক্ষার্থী বলেন, ‘খেলা শেষে ভেবেছিলাম অল্প সময়ের মধ্যে পুরস্কার পাব। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও কিছু পাইনি। এতে খেলার প্রতি আগ্রহ কমছে।’

অ্যাথলেটিক্সে বিজয়ী জায়েদুল হক বলেন, ‘অনেক কষ্ট করে প্রস্তুতি নিয়েছি। পুরস্কার না পেয়ে মনে হচ্ছে আমাদের পরিশ্রমের কোনো স্বীকৃতি নেই। এটি সত্যিই হতাশাজনক।’

নোবিপ্রবি শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. রুহুল কবির বলেন, ‘আমি এই দায়িত্বে নতুন। অতি দ্রুত ইভেন্টগুলোর পুরস্কার দেওয়া হবে। ভবিষ্যতে বাজেট নির্ধারণের পরই খেলা পরিচালনা করা হবে এবং দ্রুত প্রসেস ও কাঠামোর মাধ্যমে পুরস্কারসহ সব কার্যক্রম সময়মতো সম্পন্ন হবে।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নোয়াখালী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর