নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫

নীলফামারিতে শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইয়ের সময় হাবিব নামে এক শ্রমিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এছাড়া আরও অনেক শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলফামারী জেলার শিক্ষার্থীরা।
বিক্ষোভে তারা ‘সেনাবাহিনী শ্রমিক মারে, ইন্টেরিম কী করে; শ্রমিক মরে রাজপথে, ইন্টেরিম কী করে; বিচার চাই, শ্রমিক হত্যার বিচার চাই’ শ্লোগান দেন।
সমাবেশে রাকিব রহমান নামে এক শিক্ষার্থী বলেন, ‘যখনই শ্রমিকদের অধিকারের কথা বলা হয়, তখন তাদেরকে চেপে দেওয়া হয়। তারা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়ালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর গুলি চালায় ও নির্যাতন করে। যার ফলে আমাদের একজন ভাই নিহত হয়েছেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষকে (বেপজা) এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে হবে।’
তিনি ইন্টেরিম সরকারের কাছে শহীদ শ্রমিকের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
সজিব নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর শ্রমিক হত্যার ঘটনা ন্যাক্কারজনক। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো কেনো এখনও জনগণের টাকায় কেনা গুলি আমাদের ভাইদের উপর ব্যবহার করা হচ্ছে? গতকালের ঘটনায় যারা জড়িত, তাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা হোক।’
বোটানি বিভাগের শিক্ষার্থী পারভেজ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিব ভাইকে হত্যা করা হয়েছে। সরকার সবসময় মালিকপক্ষকে গুরুত্ব দেয় আর শ্রমিকদের অবহেলায় ফেলে রাখে। শ্রমিকদের দাবি কখনোই অযৌক্তিক ছিল না; তারা শ্রম আইন অনুযায়ী তাদের অধিকার আদায়ের জন্য নেমেছিল।’
এমএমআই/এমএইচএস