ছাত্রসংসদ নিয়ে কোনো দেশে এত রাজনীতি হয় না : ইউটিএল

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪

ছবি : বাংলাদেশের খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) বলেছেন, পৃথিবীর কোন দেশে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের মতো এত রাজনৈতিক উত্তেজনা নেই। এছাড়া ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়াও তাদের বড় উদ্বেগের বিষয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ইউটিএলের কেন্দ্রীয় আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো আলাপ-আলোচনা ছাড়াই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, যা নির্বাচনের পরিবেশে ভারসাম্য নষ্ট করছে। পাশাপাশি তিনি দেশের কর্পোরেট মিডিয়ার পক্ষপাতিত্বের কথাও তুলে ধরেন।
ইউটিএলের বক্তব্যে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ইসলামফোবিয়ার ছাপ রয়েছে। বিশেষ করে মুসলিম নারীদের ওপর কটূক্তি, হেয় প্রতিপন্ন করা ও অনলাইন বুলিং সামাজিক সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করছে।
সংগঠনটি নির্বাচনের স্বচ্ছতা ও ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েকটি প্রস্তাবনা দিয়েছে, যার মধ্যে রয়েছে :
১. ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।
২. নারী শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, হেনস্তা ও অনলাইন বুলিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৩. ভোটকেন্দ্র ও বুথে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা।
৪. সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়া এবং সহিংসতা ও দমননীতি প্রতিহত করা।
৫. সিনেট, সিন্ডিকেট ও নির্বাচনী কমিটিতে পক্ষপাতমূলক কর্মকাণ্ড বন্ধ করা।
৬. প্রশাসনিক হস্তক্ষেপ ও নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা রোধ করা।
ড. আতাউর রহমান বিশ্বাস বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে শিক্ষার্থীদের রাজনৈতিক অংশগ্রহণে প্রতিকূল প্রভাব পড়বে।’
এমএমআই/এমএইচএস