রোববার থেকে পুরোদমে শুরু হবে চবির ক্লাস ও পরীক্ষা

চবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩

ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও সন্ত্রাসী হামলার কারণে প্রায় এক সপ্তাহ স্থবির হয়ে পড়া একাডেমিক কার্যক্রম আগামী রোববার (৭ সেপ্টেম্বর) থেকে পুরোদমে শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. অধ্যাপক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৩০ ও ৩১ আগস্ট স্থানীয় গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। এতে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, পরিবহনসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
আব্দুল্লাহ আল নাঈম/এমএইচএস