জবি ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবি

জবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড অবিলম্বে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবি জানান।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, ‘ক্যাম্পাসের সামনে এমন অবস্থা যে, অপরিচিত কেউ এলে বিশ্ববিদ্যালয়টিকে আর বিশ্ববিদ্যালয় মনে করবে না, বলবে বাসস্ট্যান্ড। আমরা বারবার বাসস্ট্যান্ড সরানোর দাবি জানিয়েছি, কিন্তু প্রশাসন দাবির প্রতি কর্ণপাত করছে না। প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হলেও তা পেরিয়ে গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হলে আমরা রায়সাহেব বাজার মোড় অবরোধ করব, এখানে আর কোনো বাস প্রবেশ করতে দেব না।’
বাগছাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব কিশোর সাম্য বলেন, ‘আমরা নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসি এবং ফিরে যাই— এই মৌলিক নিরাপত্তা রাষ্ট্র আমাদের দিতে পারছে না। ক্যাম্পাসের সামনে মৃত্যুফাঁদ তৈরি করে রাখা হয়েছে। রিকশা বা মোটরসাইকেলেও যেতে চাইলে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়। আমাদের কর্মঘণ্টা নষ্ট করা হচ্ছে— এটা কোন অধিকারে? বিশ্ববিদ্যালয়ের বাসগুলো বের হওয়ার সময়ও সাইড দেওয়া হয় না। এটা যদি না সরানো হয়, আমাদের জন্য যেমন হুমকি, তেমনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও কাঠামোও নষ্ট করছে। তাদের দৌরাত্ম্য এত বেশি যে, তারা যা ইচ্ছা তাই করছে। আমরা এখান থেকে অবিলম্বে অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবি জানাচ্ছি।’
জেএন/এমএইচএস