Logo

ক্যাম্পাস

ডাকসু : জুবায়ের-মোসাদ্দেকদের 'ব্রেইল ইশতেহার' পাঠ করলেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬

ডাকসু : জুবায়ের-মোসাদ্দেকদের 'ব্রেইল ইশতেহার' পাঠ করলেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ব্রেইল ইশতেহার ঘোষণা করেছেন যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের) ও মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদের চার সদস্যের আংশিক প্যানেল।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজী মুহাম্মদ মহসিন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহারটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জাপানিজ স্টাডিজ বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ইমরান সংক্ষেপে ব্রেইল ইশতেহার পাঠ করেন। এটি ঢাবি ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ব্রেইলে মুদ্রিত ইশতেহার। তবে মুসাদ্দেক জানান, ব্যয় বেশি হওয়ায় কাঙ্ক্ষিত সংখ্যায় মুদ্রণ করা সম্ভব হয়নি।

মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদের ইশতেহারে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল কর্ণার ও অডিও বুকের সংখ্যা বৃদ্ধি, বাংলা ও বিশ্বসাহিত্য নিয়ে কর্মশালা ও পাঠচক্র আয়োজন, ত্রৈমাসিক প্রকাশনা, দেয়াল পত্রিকা, বইমেলা, আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অডিও সাহিত্যকর্ম প্রকাশের পরিকল্পনা। এছাড়া নতুন শিক্ষার্থীদের জন্য ক্লাব ফেস্ট, বিতর্ক প্রতিযোগিতা ও আন্তর্জাতিক অংশগ্রহণের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি জুলাই বিপ্লবকে কেন্দ্র করে সাহিত্য-সংস্কৃতি সৃষ্টিতে পৃষ্ঠপোষকতা, লোকসঙ্গীত ও আঞ্চলিক উৎসব, হিজরি নববর্ষ, দুর্গাপূজা, বড়দিন, বৌদ্ধ উৎসব এবং পাহাড়ি জাতিগোষ্ঠীর বৈসু-বিজু অনুষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এবি জুবায়েরের ইশতেহারে রয়েছে ক্যাম্পাসে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা, হলপাড়ায় ফার্মেসি স্থাপন, বহিরাগত নিয়ন্ত্রণ, পর্যাপ্ত লাইটিং ও সিসিটিভি ক্যামেরা স্থাপন, ছাত্রীদের জন্য পর্যাপ্ত বাস, মাতৃত্বকালীন ছুটি ও বিশেষ যত্নের ব্যবস্থা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, রেজিস্ট্রার বিল্ডিং আধুনিকায়ন এবং নিরাপত্তা বুথগুলো সক্রিয় করার উদ্যোগ।

জুবায়ের-মুসাদ্দেক প্যানেলে সমাজসেবা সম্পাদক পদে লড়ছেন যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ এবং সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশিক খান ও আব্দুর রহমান আল ফাহাদ।

এমএমআই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর