নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিজ্ঞান অনুষদ

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২

ছবি : বাংলাদেশের খবর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনালে বিজ্ঞান অনুষদ ২-০ গোলে আইন অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ।
খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। খেলাধুলা তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং মানবিক গুণাবলি বিকশিত করে। আমরা চাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক উন্নতি ঘটুক।’
শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে নোবিপ্রবির সাতটি অনুষদ ও দুটি ইনস্টিটিউট অংশ নেয়। গত ১৮ আগস্ট শুরু হওয়া প্রতিযোগিতাটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।