Logo

ক্যাম্পাস

‘আমরা চবির মালিক’, জামায়াত নেতার এমন মন্তব্যে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৬

‘আমরা চবির মালিক’, জামায়াত নেতার এমন মন্তব্যে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের এক বৈঠকে স্থানীয় জামায়াতে ইসলামির এক নেতার মন্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে ওই নেতার করা মন্তব্যকে কেন্দ্র করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে চবি শিক্ষার্থীরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায়, এরপর একযোগে রাত সাড়ে ৩টায় শহিদ ফরহাদ হোসেন হল ও স্যার এএফ রহমান হলে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে ওই জামায়াত নেতাকে বলতে শোনা যায়, ‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা হলাম জমিদার। জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের সম্মান করতে হবে। বিশ্ববিদ্যালয় যদি আমাদের যথাযথ সম্মান না করে, আমরা জনগণ নিয়ে যা ব্যবস্থা করা দরকার করব ইনশাআল্লাহ।’

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মালিক ও জমিদার দাবি করা জামায়াত নেতা সিরাজুল ইসলাম চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এবং সেই সঙ্গে তিনি চবির সাবেক শিক্ষার্থী।

ছাত্রশিবির নেতার মন্তব্যে ক্ষোভ

স্থানীয় বাসিন্দাদের সেই বৈঠকে উপস্থিত হয়ে ‘শিক্ষার্থী প্রতিনিধি’ হিসেবে বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ। 

তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেছেন, ‘সত্যিকারের যারা সন্ত্রাসী তারা এই এলাকার না, তারা বাহির থেকে আসছে, তাদেরকে ধরিয়ে দিন, তাদের গ্রেফতার করা হোক।’

খালেদ আরো বলেন, এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই, ‘তারা এই ধরনের কাজ কখনো করে নাই। রাউজান কিংবা অন্য জায়গা থেকে সন্ত্রাসীরা আসছে, আপনারা তাদের আইনের আওতায় তুলে দিন। এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সুন্দর সম্পর্ক হোক, আমরা এটা চাই।’

ওই বৈঠকে এমন মন্তব্য করায় ছাত্রশিবিরের নেতা খালেদকে উদ্দেশ্য করে তৌফিকুর রহমান তৈয়ব নামের ছাত্রদল পদধারী এক নেতা বলেন, ‘আপনি শিবির নেতার আগে আপনি চবি শিক্ষার্থী। স্থানীয় জামাত এবং শিবিরকে নিয়ে এলাকাবাসীর সাথে বৈঠকে চবির প্রতিনিধি হয়ে যে মন্তব্য করেছেন তা আমাদের শিক্ষার্থীদের রক্তের সাথে বেঈমানী। আপনি কিভাবে নিশ্চিত সন্ত্রাসীরা সব বাহির থেকে আসছে। এলাকার সন্ত্রাসীদের নিষ্পাপ বানাচ্ছেন।’

এ ঘটনায় শিবিরের বিবৃতি 

স্থানীয় জামায়াত ও শাখা শিবিরের এই দুই নেতার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে অফিসিয়াল প্রেসনোটে একটি বিবৃতি দিয়েছে । 

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর নেতা ও দলীয় এমপি পদপ্রার্থী জনাব সিরাজুল ইসলাম জোবরা এলাকাবাসীর মতবিনিময় সভায় অহংকারী ভাষায় ও শিক্ষার্থীদের জন্য অপমানজনক বক্তব্য দিয়েছেন। 

তার এই বক্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। তিনি যে বক্তব্য দিয়েছেন তা প্রকৃত সন্ত্রাসীদের অপকর্মকে আড়াল করে দেয়। উনার বক্তব্য স্থানীয় সন্ত্রাসীদের দায়মুক্তির নামান্তর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সিরাজুল ইসলামের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা শান্ত রাখা, কটেজ ও বাসাগুলোর নিরাপত্তা নিশ্চিত, ক্যাম্পাসের বাহিরে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল, অবস্থান ও নিরাপত্তা নিশ্চিতের নিমিত্তে স্থানীয়দের অনুরোধে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক তার বক্তব্যে স্থানীয় সন্ত্রাসীদের ব্যাপারে পুরোপুরি সঠিক ও বিস্তারিত তথ্য তুলে ধরতে পারেননি। তার অনাকাঙ্ক্ষিত এ বক্তব্যের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির দুঃখপ্রকাশ করছে। 

আব্দুল্লাহ আল নাঈম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর