Logo

ক্যাম্পাস

জাকসুতে ছাত্রদল সমর্থিত পরিষদের ইশতেহার ঘোষণা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪

জাকসুতে ছাত্রদল সমর্থিত পরিষদের ইশতেহার ঘোষণা

ছবি : সংগৃহীত

তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। শনিবার (৬ সেপ্টেম্বর) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাদি-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে।

‘প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে ঘোষিত ৮ দফা ইশতেহারে শিক্ষাবান্ধব, নিরাপদ ও বৈচিত্র্যময় ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেছে প্যানেলটি। 

প্রার্থীরা বলছে, ‘আমরা লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন লড়াই করবো জাহাঙ্গীরনগরকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য।’

ইশতেহারের প্রধান অঙ্গীকারসমূহ

আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা : একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস-পরীক্ষা, কোর্স উন্নয়ন, ভাষা শিক্ষা ইনস্টিটিউট, লাইব্রেরি ডিজিটালাইজেশন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও পার্টটাইম চাকরির সুযোগ। 

শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস : জোরপূর্বক কর্মসূচি, র‍্যাগিং ও গেস্টরুম সংস্কৃতি বন্ধ; ধর্ম-বর্ণ-ভাষার বৈচিত্র্যে সহাবস্থান; নারী-পুরুষের জন্য আলাদা প্রার্থনাকক্ষ, ২৪/৭ ইমার্জেন্সি হেল্পলাইন ও পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা। 

আবাসন ও খাবারের মানোন্নয়ন : প্রথম বর্ষ থেকেই সিট নিশ্চিতকরণ, ক্যান্টিনে পুষ্টিবিদের তত্ত্বাবধানে উন্নত খাবার, ভর্তুকি বৃদ্ধি এবং নিয়মিত মান যাচাই। 

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষা : নারী হলের নিরাপত্তা জোরদার, চাইল্ড কেয়ার সেন্টার, যৌন নিপীড়নবিরোধী সেলের সংস্কার, অনলাইনে হেনস্তা রোধে এন্টি-হ্যারাসমেন্ট সেল, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ও নারী উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোক্তা তহবিল’।

মানসম্মত স্বাস্থ্যসেবা: চিকিৎসা কেন্দ্র আধুনিকীকরণ, ২৪ ঘণ্টা চিকিৎসক-নার্স উপস্থিতি, জরুরি ওষুধ বিনামূল্যে প্রদান, টেলিমেডিসিন চালু এবং চিকিৎসাকেন্দ্রকে ২০ শয্যার হাসপাতালে রূপান্তর। 

পরিবহন সুবিধা: নিরাপদ অটোরিকশা, ইলেকট্রিক কার্ট বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় বাসে জিপিএস ট্র্যাকার ও অ্যাপ চালু, নতুন রুট সংযোজন এবং সাইকেল-বাইক পার্কিং নির্মাণ। 

ক্রীড়া ও সাংস্কৃতিক বৈচিত্র্য : আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, জিমনেসিয়াম আধুনিকায়ন, নৃগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি চর্চা, মাদক দমন এবং সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহায়তা। 

পরিবেশ ও প্রাণী সংরক্ষণ : ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষা, অতিথি পাখির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, লেক ও খেলার মাঠ সংস্কার, নিয়মিত বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিতকরণ। 

ইশতেহার ঘোষণার সময় ভিপি প্রার্থী সাদী হাসান বলেন, ‘৩৩ বছর পর আমরা জাকসু নির্বাচন করার সুযোগ পেয়েছি। এবার আমাদের লক্ষ্য—একটি আধুনিক, শিক্ষাবান্ধব, নিরাপদ ও বৈশ্বিক মানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।’ 

আগামী ১১ সেপ্টেম্বরের নির্বাচনে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের প্রতিনিধিকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর