Logo

ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ৭ ডিসেম্বর

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ৭ ডিসেম্বর

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদন সাপেক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ চলতি বছরের ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক, জনপথ ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সংক্রান্ত বিষয়ে কুবি প্রশাসনের পক্ষ থেকে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে।

সমাবর্তন কমিটির সহ-আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, "সমাবর্তনের শুধু তারিখ নির্ধারণ হয়েছে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপদেষ্টা, ইউজিসির চেয়ারম্যান এবং আমাদের উপাচার্য।"

সমাবর্তনে বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ সমাবর্তন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর