Logo

ক্যাম্পাস

জবিতে শিবিরের ‘মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’ ৯ সেপ্টেম্বর থেকে

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৫

জবিতে শিবিরের ‘মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’ ৯ সেপ্টেম্বর থেকে

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা শিবিরের উদ্যোগে পরীক্ষা সংক্রান্ত দুশ্চিন্তা ও ছয়টি বিষয়কে কেন্দ্র করে দুই দিনব্যাপী ‘মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’ আয়োজন করা হচ্ছে। ক্যাম্পটি অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় শান্ত চত্বর প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘ক্যাম্পটি বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা, সম্পর্কের সংকট, মানসিক চাপ নিয়ন্ত্রণ, চাপের কারণে ভুলে যাওয়া, ডিভাইস আসক্তি, আসক্তি এবং জীবনযাত্রার পরিবর্তনের মতো ছয়টি বিষয়ে পরামর্শ ও সেবা পাবেন।’

তিনি আরও জানান, ক্যাম্প সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চালু থাকবে। দুপুর পোনে একটা থেকে আড়াইটা পর্যন্ত যোহরের সালাত ও দুপুরের খাবারের জন্য বিরতি থাকবে। প্রথম দিনে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট: এ কি দু এ বেটার কুয়ালিটি অফ লাইফ’ শিরোনামে শহীদ সাজিদ একাডেমিক ভবনের ২১৫ নম্বর কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে অতিথিবৃন্দ মানসিক চাপের বিভিন্ন কারণ এবং তা থেকে সুস্থ থাকার কৌশল নিয়ে আলোচনা করবেন।

অভিজ্ঞ চিকিৎসকরা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যক্তিগত কাউন্সেলিং-এর মাধ্যমে শিক্ষার্থীদের সেবা প্রদান করবেন।

জেএন/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর