ইবি শিক্ষার্থীদের হুঁশিয়ারি : নোমানী হত্যার বিচার না হলে ছাত্রসমাজ মাঠে নামবে

ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
-68bd73533cdab.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার দাবি করে মানববন্ধন করেছে ইবি শিক্ষার্থীরা।
রোববার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ইবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজন করা এই প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ নেন।
ভোলা জেলা কল্যাণের সহ-সভাপতি আল আমিন বলেন, ‘ভোলা জেলার কৃতি সন্তান নোমানীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।’
ভোলা জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক এস এম শামীম অভিযোগ করেন, ‘নোমানীকে হত্যা করা হয়েছে শিক্ষিত আলেম সমাজের ওপর। ৫ আগস্টের পরও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বহীনতা দেখাচ্ছে। সাধারণ জনগণ, ছাত্র-জনতা, সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিচার না হলে ছাত্র সমাজ মাঠে নামবে।’
তিনি আরও বলেন, ‘ইন্টিরিম সরকার নাচ-গান নিয়ে ব্যস্ত, বিপ্লবী ছাত্র-জনতার রক্তের মূল্য দিতে পারছে না। যারা দ্বীনের কথা বললে তাদের লাশ পাওয়া যায়। নোমান হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি।’
উল্লেখ্য, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নোমানীকে নিজ ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মাওলানা এনামুল হকের পুত্র এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০৩-৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
শাহরিয়ার স্বাধীন/এআরএস