চবি সংঘর্ষ : গ্রেপ্তার ৮ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮
-68bd75c5e7e26.jpg)
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮ জনকে আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। তবে তদন্ত কর্মকর্তা হাটহাজারীতে ১৪৪ ধারা জারি থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে আদালত ৯ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছেন।
গ্রেপ্তার ৮ জন হলেন—ইমরান হোসেন এমরান, মো. হাসান, মো. রাসেল ওরফে কালা রাসেল, মো. আলমগীর, নজরুল ইসলাম, মো. জাহেদ, মো. আরমান ও দিদারুল আলম। তারা হাটহাজারীর ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা ২ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রপাত ৩০ আগস্ট চবি ২ নম্বর গেট এলাকায় ভাড়াটিয়া এক ছাত্রী ও নিরাপত্তারক্ষীর মধ্যে তর্ক থেকে। এ নিয়ে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা রাতভর চলতে থাকে। এতে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য ও উপ-উপাচার্যসহ কয়েকশ আহত হন।
পরে ১ সেপ্টেম্বর ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিম ৯৫ জনকে আসামি করে স্থানীয় যুবলীগ কর্মী মো. হানিফকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।
এআরএস