ডাকসু নির্বাচনে জরিপে এগিয়ে ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ জোট

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯

ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে জরিপ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। সংগঠনটির জরিপে প্যানেল হিসেবে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। তবে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাবি সাংবাদিক সমিতিতে ‘শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, অংশগ্রহণ ও প্রত্যাশা’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে জরিপ প্রকাশ করে সংগঠনটি।
জরিপটি ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয় এবং এতে শিক্ষার্থীদের ‘ডাকসু নির্বাচন-২০২৫’ পূর্বে ভোটে অংশগ্রহণের পরিকল্পনা, প্রত্যাশা, শঙ্কা, মতামত বা পরামর্শ, নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে প্রথম ১০০ দিনে তারা কী পদক্ষেপ আশা করেন, ডাকসুর গঠনতন্ত্র, সক্ষমতা, আসন্ন নির্বাচনের ন্যায্যতা ও স্বচ্ছতা, প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি, সাধারণ শিক্ষার্থীদের প্রধান উদ্বেগ ও প্রত্যাশা, প্রার্থী বা ছাত্রসংগঠনগুলোর প্রচার কৌশল ও এজেন্ডা ইত্যাদি প্রশ্ন করা হয়।
গবেষণায় মিশ্র পদ্ধতি (পরিমাণগত ও গুণগত) অনুসরণ করে শিক্ষার্থীদের মতামত, সচেতনতা, শঙ্কা, ভোট প্রদানের ইচ্ছা ও পছন্দ, সংবিধান বাস্তবায়ন, প্রচারণা, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ভূমিকা নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি প্রার্থী, গবেষক ও শিক্ষকদের গভীর সাক্ষাৎকার (কেআইআই) নেওয়া হয়েছে। অনলাইন গুগল ফর্ম, কিউআর কোড, পোস্টারিং এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে মোট ৯০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে জরিপ পরিচালিত হয়। এতে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৮৪.৭৮%, ভোটে সিদ্ধান্তহীন ১৩.১১% এবং অনাগ্রহ প্রকাশ করেছেন ২.২২% শিক্ষার্থী। জরিপে ৩৮.৮৫% সমর্থন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জরিপে প্যানেল হিসেবে ২০.৯২% সমর্থনে এগিয়ে আছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। ছাত্রদল ১৬.৪২%, উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ৫.৮৯%, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ ৪.৭৬% সমর্থন পেয়েছে। এছাড়াও ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’, ‘ভোট ফর চেঞ্জ’ প্যানেল ২.২০%, সমন্বিত শিক্ষার্থী সংসদ ১.৬০% এবং অন্যান্য প্যানেলসমূহ অবশিষ্ট ৯.৩৬% শিক্ষার্থীর সমর্থন লাভ করেছে।
অপরদিকে, বামপন্থীদের জোট ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের প্রতি আগ্রহ দেখিয়েছেন মাত্র ০.৬০% শিক্ষার্থী।
এমএমআই/এমএইচএস