জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২৭ সেপ্টেম্বর

জবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২১

শিক্ষার্থীদের আবৃত্তি ও উচ্চারণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ (জবিআস)। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় অবকাশ ভবনের চতুর্থ তলায় জবিআসের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি আতিক মেজবাহ লগ্ন ও সাধারণ সম্পাদক শিউলী আক্তার।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। এছাড়া উপস্থিত থাকবেন স্বনামধন্য আবৃত্তিশিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও শিক্ষাবিদরা। নিবন্ধনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শিউলী আক্তার বলেন, ‘দেড় দশকেরও বেশি সময় ধরে আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তারই ধারাবাহিকতায় এই আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণ আবৃত্তি চর্চায় নতুন প্রেরণা যোগাবে।’
আতিক মেজবাহ লগ্ন বলেন, ‘জবিআস ইতিমধ্যে ভাষাগত সমস্যার সমাধানকেন্দ্রে পরিণত হয়েছে। আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে এগোতে। সবার সহযোগিতা আমাদের শক্তি যোগাবে।’
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ নিয়মিত সাহিত্যপাঠ, উচ্চারণ অনুশীলন ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় সংগঠন।