Logo

ক্যাম্পাস

বেরোবি শিক্ষার্থী দুর্ঘটনায় মহাসড়ক অবরোধ

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২

বেরোবি শিক্ষার্থী দুর্ঘটনায় মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ফারজানা রাখার পায়ের উপর দিয়ে উল্টোপথে আসা একটি ট্রাক চলে যাওয়ায় আহত হওয়ায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। তাকে বর্তমানে রংপুর প্রাইম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেইটের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তারা দুর্ঘটনার বিচার, সড়ক নিরাপত্তা, ফারজানার চিকিৎসা ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এ প্রতিবাদ করেন।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, প্রতিদিন ক্লাস পরীক্ষার জন্য সড়ক পারাপার করতে হয়, যা বিপজ্জনক। তারা আশঙ্কা করছেন, ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, শিক্ষার্থীদের দাবির প্রাথমিক সমাধান হিসেবে ২৪ ঘণ্টা ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হবে, রোড ডিভাইডার স্থাপন করা হবে এবং ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর