Logo

ক্যাম্পাস

সবার দৃষ্টি আজ ডাকসুতে

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩

সবার দৃষ্টি আজ ডাকসুতে
  • ক্যাম্পাসে অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ
  • ডাকসু নির্বাচনে সেনা সংশ্লিষ্টতা নেই
  • ছাত্রদল-শিবির প্রার্থীরা সাইবারের শিকার
  • ব্যালট বাক্স সিলগালা সকাল সাড়ে ৭টায় 
  • বন্ধ মেট্রোরেলের ঢাবি স্টেশন
  • নিষিদ্ধ মোবাইল-ব্যাগ ইলেকট্রনিক ডিভাইস
  • তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা
  • এলইডি স্ক্রিনে দেখানো হবে গণনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ আজ। ১৯৯০ সালের পর ডাকসুর দ্বিতীয় নির্বাচন এটি। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষদিন ছিল গত রোববার।

এবার ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক রাজনীতিতে জড়িত বৈধ রাজনৈতিক দলগুলোর সহযোগী ছাত্রসংগঠনগুলোর প্রায় সব কটিই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে। বিপুলসংখ্যক স্বতন্ত্র প্রার্থী আছেন, আছেন অতীতের চেয়ে বেশি নারী প্রার্থী। পত্রপত্রিকার খবরেও অনেকটা বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের নির্বাচন।

ক্যাম্পাসে অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র নিয়েও ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। শুধু আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা অস্ত্র বহন করতে পারবেন। সোমবার ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮-১০ সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ছাড়া অন্য কেউ তার বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার মধ্যে বহন করতে পারবেন না। কেউ বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

ডাকসু নির্বাচনে সেনা সংশ্লিষ্টতা নেই
ডাকসু নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সেনাসদর। গতকাল দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম।

এ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ছড়ানো হচ্ছে। এটা বন্ধ করতে সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেবে কি না এবং মঙ্গলবার ডাকসুর ভোট অবাধ ও সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী কী ভূমিকা রাখবে প্রশ্ন করা হলে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগেও আমরা আইএসপিআরের মাধ্যমে স্পষ্টভাবে বলেছি ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু স্বার্থন্বেষী মহল প্রোপাগান্ডার চেষ্টা করছে। কিন্তু এই প্রোপাগান্ডা করে খুব একটা সুবিধা করতে পারবে না।

ছাত্রদল-শিবির প্রার্থীরা সাইবারের শিকার
ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা সাইবার হামলার অভিযোগ এনেছেন। গতকাল সকাল থেকেই উভয়পক্ষ তাদের প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার অভিযোগ আনেন। সকালে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল হওয়ার খবর পাওয়া যায়। পরে একবার উদ্ধার করলেও দুপুরে পুনরায় তার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় বলে অভিযোগ করেন নেতাকর্মীরা।

ব্যালট বাক্স সিলগালা সকাল সাড়ে ৭টায়
ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রসমূহের ব্যালট বাক্স সকাল সাড়ে ৭টায় প্রদর্শন করে সিলগালা করে দেওয়া হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি জানান। বিজ্ঞপ্তিতে সংবাদ সংগ্রহকারী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি কামনা করে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স প্রদর্শন করে সিলগালা করা হবে।

বন্ধ মেট্রোরেলের ঢাবি স্টেশন
ডাকসু নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারগুলো সীমিত থাকবে। ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে পারবেন।

তিন স্তরের নিরাপত্তা
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকায় অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার (গতকাল) সকাল থেকে ভোটগ্রহণের দিনসহ পরের দিন বুধবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার উদ্দেশ্যে কন্ট্রোল রুম থেকে কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে সার্বক্ষণিক ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবাসিক হল এবং ভোটকেন্দ্রগুলোর ওপর পর্যবেক্ষণ চালানো হবে।

এলইডি স্ক্রিনে দেখানো হবে গণনা
এ নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিতে জন্য প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। সেখানে ভেতরের ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রোববার রাতে ডাকসু নির্বাচনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।

মোবাইল-ব্যাগ-ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ
ভোটাররা কেন্দ্রে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। গতকাল চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভোটাররা ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচসহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোট ১৮ হাজার ৯৫৯ ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ ও নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন। কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন। ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২, সমাজসেবা সম্পাদক ১৭, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫, মানবাধিকার ও আইন সম্পাদক ১১, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক ১৫ জন। এছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২১৭ জন।

অংশগ্রহণ করেছে ৯ প্যানেল
এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থি ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেলে নির্বাচন করছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে প্যানেল ৯টির মতো। তবে নির্বাচনে পাঁচটি প্যানেল প্রভাব বিস্তার করতে পারে, ছাত্রশিবির-নেতৃত্বাধীন প্যানেল, ছাত্রসংসদ-নেতৃত্বাধীন প্যানেল, ছাত্রদল-নেতৃত্বাধীন প্যানেল, উমামা ফাতেমা-নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেল এবং শেখ তাসনিম আফরোজ ইমি-নেতৃত্বাধীন বামপন্থি প্যানেল।

এছাড়াও ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেন। তার সম্মানে, ছাত্রদল-নেতৃত্বাধীন প্যানেল, 'প্রতিরোধ পর্ষদ' প্যানেল, 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেল ও 'সচেতন শিক্ষার্থী সংসদ' প্যানেল ওই পদে কোনো প্রার্থী মনোনীত করেনি এবং তন্বীকে সমর্থন জানিয়েছে।

বিকেপি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর