
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৮৭১ ও নারী ১৮ হাজার ৯০২।
সকাল ৬টা থেকেই শিক্ষার্থীরা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়ান। তাদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা গেছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী ইমদাদুল হক বলেন, প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি৷ ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি৷ রাতে উত্তেজনায় ঘুমাতে পারিনি৷ এতোদিন গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পারিনি৷ এ প্রথম আমি গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে এলাম।
ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। যার মধ্যে নারী ৬২ জন। ভিপি পদে প্রার্থী ৪৫ জন (নারী ৫), সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন এবং ১৩টি সদস্যপদে মোট ২১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি নারী প্রার্থী কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে। এ পদে ১১ জনের মধ্যে ৯ জনই নারী।
ডাকসুর পাশাপাশি ১৮টি হল সংসদের নির্বাচনও আজ হচ্ছে। প্রতিটি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটারকে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দিতে হবে।
ভোটগ্রহণের জন্য মোট ৮১০টি বুথ রাখা হয়েছে। পুরুষদের জন্য কেন্দ্রগুলো হচ্ছে কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, সিনেট ভবন ও উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। আর নারীদের জন্য টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ভূতত্ত্ব বিভাগ ও বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। পুরুষ ভোটার সবচেয়ে বেশি জগন্নাথ হলে (২,২২২ জন) এবং নারী ভোটার সবচেয়ে বেশি রোকেয়া হলে (৫,৬৪১ জন)।
ডিআর/এমবি