গুলশান কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ড. মো. কামরুজ্জামান

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. মো. কামরুজ্জামানকে গুলশান কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করেছে। তার দীর্ঘ শিক্ষাগত অভিজ্ঞতা, সততা, পেশাদারিত্ব ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
ড. কামরুজ্জামান বর্তমানে নর্দার্ণ ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে কর্মরত। তিনি মার্কেটিং ম্যানেজমেন্ট, কনজিউমার বিহেভিয়ার, সাপ্লাই চেইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড ম্যানেজমেন্টসহ বিভিন্ন কোর্স পরিচালনা করছেন। পাশাপাশি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসরের দায়িত্বও পালন করছেন।
তিনি শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন রেক্সওয়ার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে চলতি মাসেই ওই প্রতিষ্ঠানে ই-লাইব্রেরির কার্যক্রম শুরু হচ্ছে।
২০১০ সাল থেকে ড. কামরুজ্জামান মাইক্রো ফাইবার গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হেড অফিসে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে এক বছর দশম বিসিএস (কৃষি) ক্যাডারে চট্টগ্রাম অঞ্চলে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কাজ করেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ড. কামরুজ্জামান বলেন, গুলশান কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। শিক্ষা প্রতিষ্ঠানটির একাডেমিক উৎকর্ষতা ও প্রশাসনিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।
সুদীপ্ত সাঈদ/এমবি