Logo

ক্যাম্পাস

আমার নিয়ত সৎ, সৎ আছে এবং সৎ থাকবে : আব্দুল কাদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩

আমার নিয়ত সৎ, সৎ আছে এবং সৎ থাকবে : আব্দুল কাদের

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

নির্বাচনে শেষ মুহূর্তে ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

তবে সরাসরি প্রচারণার সুযোগ সীমিত থাকায় তারা সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন ভোট চাওয়ার মাধ্যম হিসেবে। ভিপি, জিএসসহ বিভিন্ন পদপ্রার্থীরা রাতভর ও ভোরে ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের মঙ্গলবার সকাল ৬টার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, আল্লাহ জানে, আমার নিয়ত সৎ ছিল, সৎ আছে এবং সৎ থাকবে। আমি পরিশ্রম করেছি, নিজের থেকে সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে থেকেছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার প্রতিটা ভাই-বোন জানে। তারা বিষয়টা বিবেচনায় নিবেন। সর্বোপরি, আল্লাহ সহায়...।

এবারের ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৮৭১ ও নারী ১৮ হাজার ৯০২। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকেই শিক্ষার্থীরা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়ান। তাদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা গেছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী ইমদাদুল হক বলেন, প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি৷ ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি৷ রাতে উত্তেজনায় ঘুমাতে পারিনি৷ এতোদিন গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পারিনি৷ এ প্রথম আমি গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে এলাম।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। যার মধ্যে নারী ৬২ জন। ভিপি পদে প্রার্থী ৪৫ জন (নারী ৫), সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন এবং ১৩টি সদস্যপদে মোট ২১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি নারী প্রার্থী কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে। এ পদে ১১ জনের মধ্যে ৯ জনই নারী।

ডাকসুর পাশাপাশি ১৮টি হল সংসদের নির্বাচনও আজ হচ্ছে। প্রতিটি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটারকে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দিতে হবে।

ভোটগ্রহণের জন্য মোট ৮১০টি বুথ রাখা হয়েছে। পুরুষদের জন্য কেন্দ্রগুলো হচ্ছে কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, সিনেট ভবন ও উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। আর নারীদের জন্য টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ভূতত্ত্ব বিভাগ ও বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। পুরুষ ভোটার সবচেয়ে বেশি জগন্নাথ হলে (২,২২২ জন) এবং নারী ভোটার সবচেয়ে বেশি রোকেয়া হলে (৫,৬৪১ জন)।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন ২০২৫

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর