ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্যানেলের জিএস পদপ্রার্থী মো. খায়রুল আহসান মারজান এক বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় তালিকা জমা দিয়ে ছবিসহ এজেন্ট কার্ড সংগ্রহের পরও ইসলামী ছাত্র আন্দোলনের বৈধ এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। বরং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বের করে দিচ্ছেন।
তিনি অভিযোগ করেন, ইউল্যাব কেন্দ্রে সকাল আটটার আগেই ছাত্রদলের প্যানেলের পাঁচজন এজেন্ট প্রবেশের সুযোগ পেলেও ইসলামী ছাত্র আন্দোলনের বৈধ কার্ডধারী কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। এ বিষয়ে বারবার জানতে চাইলে কর্মকর্তারা কোনো সদুত্তর দেননি বলেও দাবি করেন তিনি।
খায়রুল আহসান মারজান বলেন, ‘নির্বাচন কমিশনে থাকা সাদা দলের ব্যক্তিরা একটি নির্দিষ্ট সংগঠনের পক্ষে কাজ করছেন। আজকের ঘটনাই আমাদের আশঙ্কার প্রমাণ। পক্ষপাতদুষ্ট নির্বাচন শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না।’
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি এজেন্টদের প্রবেশের সুযোগ দেওয়া না হয় এবং নির্বাচন স্বচ্ছভাবে সম্পন্ন না হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে এর জবাব দেবে।
ডিআর/আইএইচ