Logo

ক্যাম্পাস

হঠাৎ অসুস্থ অমর একুশে হলের এজিএস প্রার্থী অর্ক, হাসপাতালে ভর্তি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯

হঠাৎ অসুস্থ অমর একুশে হলের এজিএস প্রার্থী অর্ক, হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অমর একুশে হল সংসদের এজিএস পদপ্রার্থী অর্ক।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে দ্রুত রিকশাযোগে বিশ্ববিদ্যালয় এলাকার একটি হাসপাতালে নিয়ে যান।

এদিন সকাল থেকে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলছে এবং বিকেল ৪টা পর্যন্ত তা চলবে। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে প্রতিটি সংসদে ১৩টি করে মোট ২৩৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন। ফলে একজন শিক্ষার্থীকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দিতে হচ্ছে।

এবারের নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলে অন্তত ১০টি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, বামছাত্র সংগঠনগুলোর দুটি জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ আরও কয়েকটি সংগঠন।

ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান, ছাত্রশিবিরের সাদিক কায়েম, বাম সংগঠনসমূহের শেখ তাসনীম আফরোজ ইমি, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লাসহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অর্কের অসুস্থতার ঘটনায় তার সমর্থকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ভোটগ্রহণ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫ ডাকসু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর