Logo

ক্যাম্পাস

সুষ্ঠু ভোট হলে ফল মেনে নেব : ছাত্রদল সভাপতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫

সুষ্ঠু ভোট হলে ফল মেনে নেব : ছাত্রদল সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাকিবুল ইসলাম বলেন, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই, যা সমস্যার সৃষ্টি করছে। পাশাপাশি একজন ভোটারকে দুইটি ব্যালট পেপার দেওয়ার অভিযোগও রয়েছে। তবে সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছানোর পর সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।

এবার প্রথমবারের মতো হলের বাইরে ৮টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদের ভোট অনুষ্ঠিত হচ্ছে। মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে দুই হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ডাকসু ও হল সংসদে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। এর মধ্যে ডাকসুর ২৮টি এবং প্রতিটি হলে ১৩টি করে পদে ভোট গ্রহণ চলছে। এবারের নির্বাচনে ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটার তালিকাভুক্ত হয়েছেন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী।

ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিড় এড়াতে ও দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর