Logo

ক্যাম্পাস

সাংবাদিক ও পর্যবেক্ষকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ ফরহাদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯

সাংবাদিক ও পর্যবেক্ষকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ ফরহাদের

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি।

এস এম ফরহাদ বলেন, ইউল্যাব সেন্টারে গিয়ে দেখেছি সাড়ে ১০টা পর্যন্ত মিডিয়া ও পর্যবেক্ষককে ঢুকতে দেওয়া হয়নি। কয়েকটি সংগঠনের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হলেও ছাত্রদলের এজেন্টদের রাখা হয়েছে। পরে আমরা অভিযোগ করার পর সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়। কিন্তু আড়াই ঘণ্টা কী হলো সেটাই প্রশ্ন।

তিনি আরও অভিযোগ করেন, উদয়ন ও টিএসসি কেন্দ্রের আশপাশে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণ করেছে। কিন্তু প্রশাসনের তৎক্ষণাৎ পদক্ষেপ চোখে পড়েনি।

ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। আটটি কেন্দ্রে ৮১০ বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বাম জোট, ছাত্র অধিকার পরিষদসহ অন্তত ১০টি প্যানেল অংশ নিচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

এনএমএম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর