কার্জন হলে অনিয়ম, পোলিং অফিসার প্রত্যাহার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রের অমর একুশে হলের একটি বুথে অনিয়মের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট চলাকালে এক ভোটারকে আগে থেকেই পূরণকৃত ব্যালট সরবরাহ করেছিলেন ওই বুথের পোলিং অফিসার জিয়াউর রহমান।
অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বুথটি পরিদর্শন করেন। ঘটনাস্থলে গিয়ে তিনি অনিয়মের সত্যতা পান। পরে জিয়াউর রহমানকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
ঘটনা স্বীকার করে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী জানান, এটি একটি ‘অনিচ্ছাকৃত ভুল’ ছিল।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, নির্বাচনকে সুষ্ঠু রাখতে এবং অনিয়ম ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এনএমএম/এমবি