
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বৃষ্টি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতে ভোটগ্রহণে বিঘ্ন ঘটে। বিশেষ করে খোলা বা আংশিক ছাদযুক্ত ভোটকেন্দ্রে বৃষ্টি বেশি সমস্যা তৈরি করেছে।
কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে অনেক ভোটার সময়মতো ভোটকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। তবে সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল পর্যন্ত অব্যাহত থাকবে। প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তারা সতর্কতা অবলম্বন করে সুষ্ঠু ভোট নিশ্চিত করার চেষ্টা করছেন।
এদিকে, কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকায় পোলিং এজেন্ট ও কর্মকর্তাদের দায়িত্ব পালন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে কোনো ধরনের অনিয়ম এড়াতে বিশেষ নজর রাখা হচ্ছে।
ডাকসু নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। তাদের ভোটে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী। সকাল ৭টা থেকেই বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স উন্মুক্ত করার সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও পোলিং এজেন্টরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার প্রথমবারের মতো হলের বাইরে কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে দুই হাজারেরও বেশি পুলিশ সদস্য।
একজন ভোটার ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দেবেন। এর মধ্যে ডাকসুর ২৮টি এবং হল সংসদের ১৩টি পদে ভোট দিতে হবে শিক্ষার্থীদের।
এনএমএম/এমবি