Logo

ক্যাম্পাস

টিএসসি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদলের বাগবিতণ্ডা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদল নেতাদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ আরও কয়েকজন।

তারা নির্বাচনী কর্মকর্তা সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়ার সঙ্গে তর্কে জড়ান। তারা অভিযোগ করেন, কর্মকর্তারা ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীদের পক্ষপাতমূলকভাবে সহযোগিতা করছেন।

সেখানে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমানও। ছাত্রদল নেতারা দাবি করেন, শিবির কর্মীরা ভোটারদের টোকেন বিতরণ করছেন। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

সেখানে উপস্থিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমানও পরিস্থিতি প্রত্যক্ষ করেন। ছাত্রদল নেতারা দাবি করেন, শিবির কর্মীরা ভোটারদের টোকেন বিতরণ করছেন। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকেন।

এএইচএস/এমবি /এক্সএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫ ডাকসু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর