ডাকসু নির্বাচন : ভোট গ্রহণ শেষ, গড় কাস্টিং ৮০.৩৩%

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোট প্রদান শেষ হয়েছে। তিন কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৫ হাজার ৫৫ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৬০ জন ভোট প্রদান করেছেন। এতে গড় ভোট কাস্টিং হার দাঁড়িয়েছে ৮০.৩৩ শতাংশ।
বিভিন্ন হলে ভোট প্রদানের হারের হিসেবে দেখা যাচ্ছে, ফজলুল হক হলে ভোট কাস্টিং হয়েছে ৮২%, শহীদুল্লাহ্ হলে ভোট কাস্টিং হয়েছে ৮০% ও অমর একুশে হলে ভোট কাস্টিং হয়েছে ৭৯%।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের নিয়মিত তদারকি।
পর্যবেক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের এ উচ্চমাত্রার অংশগ্রহণ নির্বাচনের প্রতি তাদের আস্থা ও আগ্রহকে প্রতিফলিত করছে। তারা মনে করছেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে।
- এনএমএম/এমআই