সিনেট ভবনের সামনে সাদিক কায়েমকে ঘিরে উত্তেজনা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০
---2025-09-09T171614-68c00d707cac5.jpg)
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম সেখানে পৌঁছালে কয়েকজন শিক্ষার্থী তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগানের কারণে ভিপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় তাৎক্ষণিক কোনো সংঘর্ষ না ঘটলেও কেন্দ্র ঘিরে শিক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
- এনএমএম/এমআই