শারীরিক শিক্ষা কেন্দ্রে শেষ মুহূর্তে শতাধিক ভোট, শিবিরের প্রতিবাদ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৪
---2025-09-09T172959-68c010c2cb654.jpg)
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে (এস এম হলের ভোটকেন্দ্র) ভোটগ্রহণকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মাত্র ৪০ মিনিটে শতাধিক ভোট পড়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট।
শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের নেতৃত্বে নেতাকর্মীরা অভিযোগ করেন, হঠাৎ অস্বাভাবিকভাবে এত বিপুল ভোট পড়া অনিয়মের ইঙ্গিত বহন করছে। এ সময় তারা এটেন্ডেন্ট শীট পরীক্ষা করে ভোট গণনা শুরুর দাবি জানান।
প্রতিবাদের কারণে কেন্দ্রের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।
- এনএমএম/এমআই