Logo

ক্যাম্পাস

ডাকসু ফলাফল ঘিরে শাহবাগে উৎসুক জনতার ভিড়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২

ডাকসু ফলাফল ঘিরে শাহবাগে উৎসুক জনতার ভিড়

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘিরে রাজধানীর শাহবাগ এলাকায় দেখা গেছে উৎসুক জনতার ভিড়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ এবং ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ভিড় নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদের সংখ্যাও বাড়ানো হয়েছে।

জানা গেছে, শাহবাগে জড়ো হওয়া জনতার একটি অংশ নির্বাচনী ফলাফল জানার জন্য অপেক্ষা করছেন। তবে উপস্থিতদের পরিচয় নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যাচ্ছে। কেউ বলছেন, ভিড়ের বেশিরভাগই বিএনপির সমর্থক, আবার কেউ দাবি করছেন তাদের মধ্যে জামায়াতের নেতাকর্মীরাও রয়েছেন।

অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি যেমন রয়েছে, তেমনি এলাকাজুড়ে পরিস্থিতিও আপাতত শান্ত রয়েছে। তবে প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনা সৃষ্টি না হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, নির্বাচন ঘিরে সাধারণ মানুষের বাড়তি আগ্রহ এই ভিড়ের অন্যতম কারণ। নির্বাচন-পরবর্তী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ প্রস্তুত আছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর