জবি শিবিরের ২ দিনব্যাপী ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প'র উদ্বোধন

জবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০
---2025-09-09T181947-68c01b8df3944.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী ‘মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ কাউন্সেলিং ক্যাম্প শুরু হয়।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো রইছ উদ্দীন উপস্থিত ছিলেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে ৪৯৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। কিন্তু এর চেয়েও অধিক কাউন্সিলিং সেবা নিচ্ছেন। ক্যাম্পে পরীক্ষার দুশ্চিন্তা, সম্পর্কের সংকট, মানসিক চাপ নিয়ন্ত্রণ, চাপের কারণে ভুলে যাওয়া, ডিভাইস আসক্তি এবং জীবনযাত্রার পরিবর্তন-এই ছয়টি বিষয়ে সেবা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ, ইনসাইট মেন্টাল হাসপাতাল, অলোরা হাসপাতাল এবং আদ-দ্বীন মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকরা কাউন্সেলিং সেবা প্রদান করেন।
কাউন্সিলিং সেবা নেওয়া তানিয়া আক্তার নামে এক শিক্ষার্থী জানান, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যাসহ, হতাশা-দুঃশ্চিন্তা এবং আসক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।
শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ‘এর আগে মানসিক স্বাস্থ্য নিয়ে ক্যাম্পাসে এ ধরনের উদ্যোগ দেখা যায়নি। পাঁচটি বুথে সেবা দেওয়া হচ্ছে। আগামীকাল দ্বিগুণ সংখ্যক চিকিৎসক নিয়ে সেবার পরিধি আরও বাড়ানো হবে। একই সমস্যায় ভোগা শিক্ষার্থীদের গ্রুপ কাউন্সেলিং-ও করা হচ্ছে।’
শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ে ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মানসিক স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে তারা হয়তো প্রয়োজনীয় সহায়তা পায়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি কাউন্সেলিং সেন্টার থাকলেও সেখানে বিশেষজ্ঞের অভাব রয়েছে। শিক্ষার্থীরা বহুবার বিশেষজ্ঞ নিয়োগের দাবি তুললেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণেই আমরা এ উদ্যোগ নিয়েছি।’
এর আগে, সকাল ১০টায় শহিদ সাজিদ একাডেমিক ভবনের ২১৫ নম্বর রুমে মানসিক চাপ নিয়ন্ত্রণ সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনা দেন ড. সানজিদা তানজিম খান, ড. ফরজানা আহম্মেদ এবং অধ্যাপক ড. আকরামুজ্জামান। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- জেএন/এমআই