Logo

ক্যাম্পাস

এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ডাকসুর ভোট গণনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫

এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ডাকসুর ভোট গণনা

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ফলাফল গণনা। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে গণনার পুরো প্রক্রিয়া সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য টিএসসি এলাকায় বড় আকারের এলইডি স্কিন স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ভবনে ফল গণনা শুরু হয়। গণনা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এলইডি স্কিনে একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল প্রদর্শন করা হবে। ফলে সাধারণ শিক্ষার্থীরা ও প্রার্থীরা মাঠে বসেই তা সরাসরি দেখতে পারছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটের স্বচ্ছতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে টিএসসি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে, যাতে ফল প্রকাশকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

শিক্ষার্থীরা বলছেন, সরাসরি ফলাফল দেখতে পারার সুযোগ থাকায় ভুয়া খবর বা গুজব ছড়ানোর সুযোগ কমে যাবে। প্রার্থীরাও একে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

জানা গেছে, গণনা শেষে ধাপে ধাপে সব ফলাফল টিএসসির বড় স্ক্রিনে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এভাবে ফলাফল প্রদর্শনের মাধ্যমে ডাকসু নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের আস্থা আরও বাড়বে।

তবে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট পর্যন্ত ডাকসু নির্বাচনের কোনো কেন্দ্রের ফলাফল স্কিনে প্রদর্শন করা হয়নি।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর